সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০৫
দশ.
তুমি তাড়াতাড়ি রুটিগুলো বেঁধে আমার হাতে তুলে দাও।’
কি আর করা! রুটির দোকানি তাই করল। রুটির প্যাকেট হাতে পেয়ে খুদে বুড়ো আবার বলল, ‘বুম্ ব্যাং বুম’। সাথে সাথে রুটির প্যাকেট উড়তে শুরু করল। সেই সাথে সেও উড়ে চলল মাছির মতো। পকেটের টাকা পকেটেই রইল। দেখতে দেখতে সে রুটি আর মিষ্টি নিয়ে দোকানির নাগালের বাইরে চলে গেল।
সেনাপুত্র তার চাকর খুদে বুড়ো স্যার রাজকে এত খাবার নিয়ে আসতে দেখে বিস্মিত হয়ে গেল, বলল, ‘বাজ, তুমি করেছ কি? এত খাবার কে খাবে?’
‘কেন মালিক, আপনি না বললেন যে আপনি খুব ক্ষুধার্ত।’
‘হ্যাঁ, বলেছি। তাই বলে এত খাবার?’
‘আমি কী করে বুঝব যে কতটুকু খেলে আপনার ক্ষুধা মিটবে? মানুষেরা আসলে বড় নাকাল জীব, খালি ওদের খিদে লাগে। এই দেখুন তো, আমার কোনো খিদে নেই, খাবারও লাগে না।’
সেনাপুত্র তিনটের বেশি রুটি খেতে পারল না। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা