টুপলির সাজুগুজু
- মূল : শার্লট বি. হের, ভাবানুবাদ : শেখ আবদুল্লাহ নূর
- ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:৪৮
(গত দিনের পর)
তা হলে, মনে এক পরিপূর্ণ শান্তি নিয়ে পার্টিতে যেতে পরতাম। ত্রুটিহীন ড্রেস আপ বলতে যা বুঝায়, আর কি?
এমন সময় বাঁশের বেড়ার ওপাশে কিসের যেন হৈহুল্লোড় ও চিৎকার শুনতে পেল সবাই। সবার চোখ ওই দিকে গিয়ে পড়ে। দেখে, একটি ফিঙে পাখি লম্বা এক শূঁয়োপোকাকে তাড়া করছে। শূঁয়োপোকাটি প্রাণ বাঁচাতে ধপ্পাস করে এসে পড়ে টুপলির সামনে। তার পর বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না হলে ওই ফিঙে পাখিটা খেয়ে ফেলবে আমায়।
টুপলি দেখে লম্বা একটি শূঁয়োপোকা। পোকাটি এতটাই ভয় পেয়েছে যে, সে কুণ্ডলি পাকিয়ে স্থির হয়ে পড়ে আছে টুপলির পায়ের কাছে। টুপলি তাকে দেখেই মাথায় এক দারুণ বুদ্ধি খেলে গেল। মনে মনে বলে, হু, এই শূঁয়োপোকাটাকেই তো আমার মাফলার বানিয়ে নেয়া যায়। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা