সেনাপুত্র কাহিনী
- মূল: ফ্লোরা অ্যানি স্টিল, ভাবানুবাদ: মৃত্যুঞ্জয় রায়
- ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:৪৭
ছয়.
‘তথাস্তু। আমি চললাম মালিক আপনার খাবার আনতে। এই বলে বুড়ো লোকটা এক মুহূর্ত দেরি না করে একটা বড় মৌমাছির মতো উড়ে চলে গেল। উড়তে উড়তে সে কাছের এক বাজারে গিয়ে এক মিষ্টির দোকানে গিয়ে থামল। দোকানে তাকের ভেতর হরেক রকম মণ্ডার মিষ্টি সাজানো। সে দোকানে গিয়ে একটা বড় কড়াইয়ের পাশে বসল। যত জোরে পারা যায় চেঁচিয়ে দোকানিকে বলল, ‘ও ভাই। আমাকে কিছু মিষ্টি দাও।’
দোকানি এদিক ওদিক চেয়ে কাউকেউ দেখতে পেল না। সে একবার দরোজার দিকে তাকায়, একবার রাস্তার দিকে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। কিন্তু খুদে বুড়ো স্যার বাজ কড়াইয়ের পেছন থেকে ঠিকই চিৎকার করে আবার বলে উঠল ‘ও ভাই। আমাকে কিছু মিষ্টি দাও।’
এর পরও দোকানি তাকে দেখতে পেল না। বারবার বলার পরও তাতে মিষ্টি দিতে দোকানি এগিয়ে এলো না। খুদে বুড়োর খুব রাগ হলো। সে কড়াইয়ের আড়াল থেকে বেরিয়ে এসে দোকানির পায়ে জোরে একটা চিমটি কষে দিলো, বলল, ‘গর্দভ কোথাকার!
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা