ড্রাগনের দাঁত
- রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
- ২৫ মার্চ ২০২৩, ০০:০৫
(গত দিনের পর)
লোকটির মুখ থেকে এমন কথা শুনে মেষপালক বলে, হুঁ, তুমি ঠিকই বলেছ। সেও একটু বাঁকা ইঙ্গিত দিয়ে এভাবেই সমর্থন জানায়।
জাদুকর লোকটি আবার বলে, কেন বলছি, বুঝতে পারছ? বলছি এ কারণে যে, তুমি কি আমার কুকুর তিনটির বিনিময়ে তোমার ভেড়া তিনটি দেবে? আহারে ভেড়াগুলো! না খেতে পেয়ে কেমন শুকিয়ে গেছে। এসো আমরা অদলবদল করি। আমি ভেড়াগুলোকে ঘাস খাইয়ে মোটা তরতাজা করে ফেলব।
যাদুকর লোকটি আরো বলে, এ অঞ্চলে প্রচুর ঘাস আছে। কিন্তু কুকুরদেরকে খাওয়ানোর মতো কিছু নেই। তাই বলছিলাম আর কী। তুমি যদি রাজি থাকো, এসো আমরা প্রাণীগুলোকে অদলবদল করি। তোমার শুকনো কাঠির মতো ভেড়াগুলো আমাকে দাও, আমার তেলতেলে তরতাজা কুকুরগুলো তুমি নিয়ে নাও। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা