২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

ঘোড়ানিমের কথা

-

ছোট্ট বন্ধুরা,

আজ তোমরা হয়তো নিমগাছ এবং এর গুণাগুণ জানো। আজ জানবে ঘোড়ানিম গাছের গুণাগুণ। এ গাছের বাকল, বীজ, পাতা ও ফুল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। ঘোড়ানিম থেকে পাওয়া ওষুধ রক্ত পরিষ্কার করে। এটি বেদনানাশক ও জ্বরনাশক। এ ছাড়া এটি কফ নিঃসারক ও প্রদাহনাশক।
তোমরা বড়দের কাছে এ গাছের গুণাগুণ নিয়ে আলোচনা করতে পারো। এতে বুঝতে সুবিধা হবে। বড় হয়ে কেউ কেউ হয়তো গবেষণাও করবে। মনে রেখো, ঘোড়ানিমের ইংরেজি ইবধফ ঃৎবব. এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement