আধেক পাহাড়
- রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
- ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
(গত দিনের পর)
বৃদ্ধলোকটি এবার বলেন, বেশ, তুমি তিনটে খেয়েছ। তোমাকে আর দাম দিতে হবে না। তুমি যেতে পারো।
লোকটির কথা শুনে মাথামোটা ওয়াং যেন বিশ্বাস করতে পারছে না। আসলেই তাকে যেতে বলছে? নাকি ডাম্পলিংয়ের দাম দিতে বলছে?
বৃদ্ধলোকটি আবার বলছে, তুমি যাও তো। ভিড় বাড়াইও না। আরো লোক তো আছে। তাদেরকেও ডাম্পলিং কিনে খেতে দাও।
এবার যেন মাথামোটা লোকটি বুঝতে পারল, তাকে পয়সা দিতে হবে না। সে চলে যাওয়ার অনুমতি পেয়েছে। এবার সে মহানন্দে বোগল বাজাতে বাজাতে জটলা থেকে বেড়িয়ে এলো। কেউ কিচ্ছু বলল না তাকে। কেউ এক পয়সাও চাইলো তার কাছে।
বৃদ্ধলোকটি এবার তার বাকি ডাম্পলিংগুলো বিক্রি করার জন্য চিৎকার করতে লাগলেন, ‘ডাম্পলিং নিবে, ডাম্পলিং? গরম গরম ডাম্পলিং, সুস্বাদু ডাম্পলিং। একটি খেলে দশ সেন্ট, দুইটি খেলে বিশ সেন্ট, তিনটি খেলে ফ্রি।’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা