২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিলডিয়ার পাখি

কিলডিয়ার পাখি -

জানো, কিলডিয়ার নাম দেখে মনে হতে পারে হরিণজাতীয় কোনো প্রাণী। আসলে তা নয়। এটি পাখি। জিরিয়ার একটি প্রজাতি। জিরিয়া বাংলাদেশেও পাওয়া যায়। তবে এ প্রজাতি (কিলডিয়ার) বাংলাদেশে দেখা যায় না। এদেরকে আমেরিকায় পাওয়া যায়।
কিলডিয়ার প্রায় ১০ ইঞ্চি লম্বা হয়। দেহের পিছনের অংশ বাদামি, পেট সাদা। বুকে দু’টি কালো বলয় রয়েছে, যা অন্যান্য জিরিয়ার ক্ষেত্রে একটি দেখা যায়। এদের মাথা গোলাকার। চোখ বড়, ঠোঁট খাটো। উড়ন্ত অবস্থায় এদের পুচ্ছদেশের কমলা-হলদে রঙ সহজেই চোখে পড়ে। লন, গলফ খেলার মাঠ, খোলা মাঠ, বালির চর, কাদা চর ইত্যাদি স্থানে এদেরকে দেখা যায়। এরা প্রধানত বিভিন্ন ধরনের পতঙ্গ খায়।
কিলডিয়ার তুষার থেকে বাঁচার জন্য অভিপ্রয়াণে যায়। আবার বসন্তকালে ফিরে আসে। এরা সাধারণত আমেরিকার উত্তরাঞ্চলে অভিপ্রয়াণে যায়। খোলা মাঠ অথবা লনে এরা প্রজনন সম্পন্ন করে। পাথর, নুড়ি বিছিয়ে এরা বাসা তৈরি করে। পুরুষ কিলডিয়ার প্রথমে কয়েকটি বাসা তৈরি করে। এর মধ্য থেকে স্ত্রী পাখিটি একটি পছন্দ করে নেয়। এ বাসাতেই স্ত্রী পাখি ডিম পাড়ে। ডিমের রঙ অনেকটা পাথরের মতো।
কিলডিয়ারের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো- এর অভিনয় গুণ। কোনো শিকারি প্রাণী এদের বাসায় আক্রমণ করার চেষ্টা করলে এরা এদের অভিনয় গুণ প্রদর্শন করে। এ সময় এরা শিকারি প্রাণীকে আকৃষ্ট করার জন্য ডানা ভাঙা পাখির অভিনয় করে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কিলডিয়ারের এ অভিনয় দেখে শিকারি প্রাণী লোভে পড়ে যায়। ডানা ভাঙা পাখি ধরা সহজ মনে করে শিকারি প্রাণী এদের পেছনে ছুটতে থাকে। কিলডিয়ার এভাবে অভিনয়ের মাধ্যমে এদের বাসা রক্ষা করে।

 


আরো সংবাদ



premium cement
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সেনা অভ্যুত্থান, সেনা শাসন ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার

সকল