২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
তা ই ও য়া নে র রূ প ক থা

আধেক পাহাড়

-

(গত দিনের পর)
বৃদ্ধলোকটি চিৎকার করেই যাচ্ছে। ‘গরম গরম ডাম্পলিং, সুস্বাদু ডাম্পলিং। একটি নিলে দশ সেন্ট, দুটি নিলে বিশ সেন্ট, তিনটি নিলে ফ্রি।’
হঠা ওয়াং নামের এক লোক, যাকে সবাই ‘মাথামোটা ওয়াং’ বলেই চিনে, সে সাহস করে বলেই ফেলে, ‘আমাকে তিনটি দিন। আমি তিনটি খাবো।’
বৃদ্ধলোকটি ওয়াংয়ের দিকে ফিরে তাকান। বলেন, তুমি তিনটি খাবে? বেশ, তবে শুনে রাখো। একটি খেলে দশ সেন্ট দিতে হবে। দুইটি খেলে বিশ সেন্ট দিতে হবে। আর তিনটি খেলে কিন্তু ফ্রি।
মাথামোটা ওয়াং বলে, হ্যাঁ আমি তিনটিই খাবো। তিনটি খেলে তো আপনাকে কোনো পয়সা দিতে হবে না?
বৃদ্ধলোকটি বলেন, আমি তো মিথ্যে বলি না।
মাথামোটা ওয়াং বলে, তা হলে, আমাকে তিনটি ডাম্পলিং দিন।
বৃদ্ধলোকটি প্রথমে তাকে একটি ডাম্পলিং খেতে দেন। তিনি বলেন, নাও, নাও। আগে একটিই খেয়ে দেখো। খেতে পারলে আরেকটি দেবো, তারপর আরেকটি। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement