২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেঁপের কথা

-

পেঁপের কথা বলছি। জানো, এটি একটি ভালো ফল। আবার সবজি হিসেবেও এর বেশ কদর। সারা বিশে^ই পেঁপে পাওয়া যায়, বিশ্¦জুড়ে রয়েছে এর ব্যবহার।
পেঁপের রয়েছে অনেক ঔষধি গুণ। পাকা পেঁপে খিদে বাড়ায়, কোষ্ঠ পরিষ্কার করে, বায়ু নাশ করে। এটি হজমে সাহায্য করে এবং রুচি বাড়ায়। বদহজম সারাতে পেঁপের জুড়ি মেলা ভার। অর্শরোগ সারাতেও এটি ব্যবহার করা যায়।
কাঁচা পেঁপের কষ ও বীজ কৃমিনাশক, প্লীহা ও যকৃতের জন্যও উপকারী। এ পেঁপের কষ চিনি বা বাতাসার সাথে মিশিয়ে খেলে যকৃতের কিছু রোগ ভালো হয়। পেটের অসুখের জন্যও এই কষ ব্যবহার করা যায়।
পেটের অসুখ দূর করতে এক দিন পর পর এক টুকরা সেদ্ধ পেঁপে খাওয়া ভালো। এ জন্য পেঁপের তরকারিও খাওয়া যায়।
বড় হয়ে তোমাদের অনেকে হয়তো পেঁপে বিষয়ে গবেষণা করবে। কেউবা করবে পেঁপের সামাজিক ব্যবসা। ছবি: সংগ্রহ


আরো সংবাদ



premium cement