২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সম লাল দেখায় কেন

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো লক্ষ করে থাকবে সূর্য ওঠার সময় লাল দেখায় এবং এটি অস্ত যাওয়ার সময়ও দেখায় লাল। কিন্তু কেন? সূর্যের আলোয় রঙধনুর সবগুলো রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে মিশে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যালোক আমাদের কাছে আসে। আলো আসার পথে বায়ুম-ল বাধার সৃষ্টি করে। এ বাধা সব রঙের ক্ষেত্রে একরকম নয়। লাল রঙের ক্ষেত্রে বাধা সবচেয়ে কম। সূর্য থেকে আসা ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন অনুপাতে মিশে বিভিন্ন বাধা কাটিয়ে অনেকটা হলদে রঙের রূপ পায়। তোমরা হয়তো শুনে থাকবে, বায়ুমণ্ডলের গভীরতা সব সময় সমান থাকে না। এ কারণে ঊষা বা গোধূলির সময় সূর্যকে অন্য রঙের দেখায়। লাল রঙের ক্ষেত্রে বাধা বেশ কম। তাই সূর্যকে লাল দেখায়। এবার ছবি দেখো, কেমন?


আরো সংবাদ



premium cement