ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০
ছিহাত্তর.
সজীব খামটা নিয়ে ওদের দিকে ইশারা করল। তারপর এক্সম্যানের দিকে ফিরে বলল, ‘ওরা কেউ যদি নাও আসতে পারে তাহলে আমি যেভাবে হোক চলে আসব। আপনি চিন্তা করবেন না।’
‘সন্ধ্যার পরে স্কুল গেট বন্ধ থাকে। দারোয়ান নাইটগার্ড থাকে।’ তারপর রহস্যময়গলায় বললেন, ‘কোন পথ দিয়ে ঢুকতে হবে বুঝতে পেরেছিস তো? টর্চলাইট ছুরি দড়ি এসব প্রয়োজনীয় জিনিস সাথে নিস।’
এক্সম্যানের কাছ থেকে বিদায় নিয়ে চারজনই বেরিয়ে এলো বাইরে। বাইরে থেকে নিলয় তালা লাগিয়ে দিতে দিতে ভয়ার্ত স্বরে বলল, ‘স্যার কোন দিকে দিয়ে ঢোকার কথা বললেন? তার জন্য আবার টর্চলাইট ছুরি দড়ি এসব লাগবে কেন?’
সজীবও রহস্যময় গলায় বলল, ‘সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকতে হবে। গর্ত খুঁড়ে।’
বিজ্ঞান স্যার ক্লাসে এসে অবাক হলেন। একটা বেঞ্চের পুরোটাই খালি। টিফিনে গিয়ে এখনো আসেনি। তিনি মনিটারকে জিজ্ঞেস করলেন। মনিটার কিছুই জানে না। ডেস্কে সবার ব্যাগগুলো আছে। তিনি মনিটারকে এ্যাটেন্ডডেন্সের খাতা আনতে বললেন। মনিটর খাতা নিয়ে এলো। তিনি সবার রোলকল শুরু করলেন। তখনই ক্লাসের দরজায় এসে দাঁড়াল চারমূর্তি।
বিজ্ঞান স্যার খেঁকিয়ে উঠলেন, ‘চারমূর্তির কোথায় যাওয়া হয়েছিল শুনি?’
‘বাসায়।’ রিমি নিষ্পাপ গলায় বলল।
‘আসতে এত দেরি হলো কেন?’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা