২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
তা ই ও য়া নে র রূ প ক থা

আধেক পাহাড়

রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর
-

দক্ষিণ তাইওয়ানের সমুদ্র-উপকূল ঘেঁষে তুমি যখন ট্রেনে ভ্রমণ করবে, তখন বানপিন শান পাহাড়টি দেখতে পাবে। তোমার মনে হবে পাহাড়টির অর্ধেকটা যেন কেউ কেটে নিয়ে গেছে। বাকি অর্ধেকটা এখনো দাঁড়িয়ে আছে। অর্থাৎ বানপিন শান পাহাড় তো নয়, যেন পাহাড়ের খণ্ডাংশ। তোমার মনে হয়তো প্রশ্ন জাগবে, পাহাড়ের বাকি আধেকটা কই? ট্রেনের কামড়ায় যদি কোনো প্রবীণ লোককে তুমি দেখতে পাও, তাকে জিজ্ঞেস করো। সে তোমাকে এই লোককাহিনীটি শোনাবে।
আগের দিনে ওই বানপিন শান এক পূর্ণাঙ্গ পাহাড় ছিল। এমন আধেকটা ছিল না। পাহাড়টির কোল ঘেঁষে ছিল ছোট্ট একটি গ্রাম। একদিন ওই গ্রামে এক বৃদ্ধলোক আসেন। লোকটি তার নিজ হাতে বানানো ডাম্পলিং বিক্রি করতে আসেন। ডাম্পলিং কী তোমরা হয়তো জানো না। এটি এক ধরনের পিঠা (পুডিংবিশেষ)। খেতে খুবই সুস্বাদু। মজাদার ও সুগন্ধিযুক্ত পিঠা। তুমি একটি খেলে আরেকটি খেতে চাইবে। তারপর আরেকটি চাইবে। পেট না ভরা পর্যন্ত তুমি খেতেই থাকবে। (চলবে)


আরো সংবাদ



premium cement