২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জানা-অজানা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো ক্রোমিয়ামের নাম শুনে থাকবে। এটি কী? এক প্রকার ধাতু। এটি রুপার মতো সাদা। এতে কখনো মরচে ধরে না। যেসব ধাতুতে মরচে ধরে সেগুলোকে রক্ষা করার জন্য ক্রোমিয়াম ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে একে অন্য কোনো ধাতুর ওপর পাতলা আবরণ হিসেবে ব্যবহার করা হয়, যাকে বলে ক্রোমিয়াম প্লেটিং। কখনো বা অন্যান্য ধাতু গলানোর সময় ক্রোমিয়াম মিশ্রিত করে ধাতুর একটি বিশেষ মিশ্রণ তৈরি করা হয়। উদাহরণ হিসেবে স্টেইনলেস স্টিলের কথা বলা যায়। এ স্টিল তৈরি করা হয় সাধারণ ইস্পাতের সাথে ক্রোমিয়াম মিশ্রিত করে। এ জন্য স্টেইনলেস স্টিলে কখনো মরচে ধরে না।
সবচেয়ে বেশি ক্রোমিয়াম মজুদ রয়েছে ভারত, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে। আর ক্রোমিয়াম উৎপাদনকারী প্রধান দেশগুলো হচ্ছে- ব্রাজিল, ফিনল্যান্ড, ভারত, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও জিম্বাবুয়ে।
১৯৯৭ সালে ভ্যাকুয়েলিন নামে একজন ফরাসি রসায়নবিদ ক্রোমিয়াম আবিষ্কার করেন। এবার ছবি দেখো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নাও।


আরো সংবাদ



premium cement