ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১১ জানুয়ারি ২০২৩, ০০:০৫
তিহাত্তর.
‘উহু। তাহলে আরো ঝামেলা হতো। ওরা কিছু একটা ঝামেলা পাকাতেই এই রুমে ঢুকেছিল। স্কুলের কোনো কিছু একটা এখানে কোথাও লুকিয়ে রেখে গেছে।’
সজীবই উত্তর দিলো, ‘স্যার। দলিল। স্কুলের পুরোনো দলিল।’
এক্সম্যান স্যার আঁতকে উঠলেন। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘পুরোনো দলিল এখানে রাখতে আসবে কেন? ওটাই তো স্কুলের সম্পদ।’
‘কারণ পুরোনো দলিল ধ্বংস করে ফেলবে।’ রাফি বলল।
‘মানে? কী বলছিস তোরা? পুরোনো দলিল ধ্বংস করলে স্কুল টিকে থাকবে কিসের ভিত্তিতে?’
‘স্কুল কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল স্যার আর বিজ্ঞান স্যার মিলে নতুন একটা দলিল করেছে স্যার। জাল দলিল। সেই দলিল ধরেই আগামীকাল থেকে এই পুরোনো বিল্ডিং আপনার এই গবেষণাগার সব ভাঙতে শুরু করবে। সেই দলিলে নাকি লেখা আছে স্কুলের উন্নয়ন কল্পে পুরোনো ভবন ভেঙে সেখানে স্কুলমার্কেট করা যাবে।’
‘তাহলে তো এই ঐতিহ্যবাহী স্কুল আর স্কুল থাকবে না। হয়ে যাবে বাজার।’ স্যার দীর্ঘশ্বাস ফেলে বললেন।
‘স্যার এইসব বাঁচাতে আমরা কি কিছু করতে পারি না?’ রাফি বলল, ‘পুরোনো স্কুলটা ভেঙে ফেলা হবে সে ভাবতেই পারছে না। এই স্কুলেই কত ক্লাস করেছে। কত স্মৃতি!’
‘হু। আমাদের কিছু একটা করতে হবে।’ এক্সম্যান স্যার বললেন, ‘তার আগে আমাকে মানুষ হতে হবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা