২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

ছাগল

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো জানো, ছাগল হচ্ছে মানুষের প্রথম পোষা প্রাণীগুলোর একটি। অনুমান করা হয়, প্রায় নয় হাজার বছর ধরে মানুষ ছাগল পুষছে।
পৃথিবীর বেশির ভাগ মানুষ ছাগলের গোশত খায় এবং দুধ পান করে। ছাগলের চামড়া দিয়ে জুতো, জ্যাকেট, ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়। এর দুধ দিয়ে তৈরি করা হয় মাখন, পনির প্রভৃতি। পৃথিবীতে বিভিন্ন ধরনের ছাগল রয়েছে; যেমন- বন্য ছাগল, পার্বত্য ছাগল, পোষা ছাগল ইত্যাদি।
বিশ্বে ছাগলের সংখ্যা আনুমানিক ৯৩ কোটি। সাদা-কালো ও মিশ্র রঙের ছাগল দেখা যায়। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement