২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বর্ণলতার কথা

স্বর্ণলতার কথা -

তোমরা হয়তো স্বর্ণলতাগাছ বা উদ্ভিদের নাম শুনে থাকবে। এটি কোন ধরনের উদ্ভিদ? পরজীবী। তার মানে এটি অন্য গাছের গায়ে বেড়ে ওঠে। আর এর পাতাও হয় না। কেউ কেউ একে বলে শূন্যলতা। হয়তো ঠাট্টামশকারা করেই শূন্যলতা বলা। বলতে পারো, ‘শূন্যলতা’ স্বর্ণলতার অপর নাম। এর নাম স্বর্ণলতা হলো কী করে? লতাটি হলদে সোনালি রঙের। তাই এর নাম হয়েছে স্বর্ণলতা।
স্বর্ণলতার অনেক ঔষধি গুণ রয়েছে। এটি রক্ত পরিষ্কার করে। স্বাদে তিতা এ গাছ পিত্ত, কাশি ও পেটের বায়ু কমায়। এ ছাড়া এটি শ্লেষ্মানিঃসারক। কঠিন হয়ে গেল বুঝি? শ্লেষ্মানিঃসারক মানে শ্লেষ্মা বের করে দেয়, সর্দি কমায়। স্বর্ণলতা খোসপাঁচড়া নিরাময়েও প্রয়োগ করা যায়। অনেকের মতে, এর বীজ পাণ্ডু (জন্ডিস), পক্ষাঘাত, যকৃৎ ও প্লীহা রোগ, মাংসপেশির ব্যথা প্রভৃতি রোগে ব্যবহার করা যায়।
বড় হয়ে নিশ্চয়ই তোমরা স্বর্ণলতা সম্পর্কে আরো বেশি জানবে। কেউ বা করবে গবেষণা। কেমন?

 


আরো সংবাদ



premium cement