পার্বত্য খরগোশ
- লোপাশ্রী আকন্দ
- ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
তোমরা হয়তো বিভিন্ন খরগোশের সাথে পরিচিত হয়েছ। কেউ দেখেছ বাস্তবে। কেউ বা বইয়ের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায়, তাই না? পার্বত্য খরগোশ দেখেছ কি?
বলছি পার্বত্য খরগোশের কথা। এটি কোথায় পাওয়া যায়? স্ক্যানডিনেভিয়ান উপদ্বীপ, কোলা উপদ্বীপ, ফিনল্যান্ড, পূর্ব সাইবেরিয়া, আয়ারল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য ও জাপানের হোক্কাইডো দ্বীপে। এ ছাড়া এটি শেটল্যান্ড ও ফ্যারি দ্বীপপুঞ্জেও দেখা যায়। বড় হয়ে তোমরা এসব এলাকা বা দেশ সম্পর্কে জানতে পারবে।
পার্বত্য খরগোশ লম্বা হয় ৪৬ থেকে ৬৫ সেন্টিমিটার এবং এর ওজন দুই থেকে চার কিলোগ্রাম পর্যন্ত। মাদি পার্বত্য খোরগোশের ওজন কিছুটা বেশি হয়।
গ্রীষ্মকালে পার্বত্য খরগোশের পশম থাকে বাদামি রঙের। আর শীতের শুরুতে এ রঙ বদলে হয় সাদা। তবে এর লেজ সারা বছর সাদাই থাকে।
পার্বত্য খরগোশ অন্য নামেও পরিচিত। যেমন নীল খরগোশ, তুন্দ্রা খরগোশ, সাদা খরগোশ, আলপাইন খরগোশ, আইরিশ খরগোশ ইত্যাদি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা