সোমবার মঙ্গলবার
- শেখ আবদুল্লাহ নূর
- ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০৫
(গত দিনের পর)
জ্যাক রাগত স্বরে বলে, সন্ধ্যা হয়ে গেল। আমি সেই কখন থেকে বসে আছি। কোথায় পরী? ওরা আসে না কেন? কখন আসবে? অধৈর্য হয়ে বারবার সে নিজেকেই প্রশ্ন করে। কখন আসবে ওরা? কী বজ্জাত রে বাবা পরীরা! কতক্ষণ হলো বসে আছি আমি; অথচ তাদের আসার খবর নেই। রাগে আরো ফুঁসছে জ্যাক ম্যাডেন।
এমন সময় জ্যাকের কানে ভেসে এলো, ‘মানডি টিউজডি অ্যান্ড ওয়েন্সসডি, মানডি টিউজডি অ্যান্ড ওয়েন্সসডি।’
জ্যাক ম্যাডেন পরীদের গান শুনতে পেয়ে এইে উৎফুল্লø হয় যে, সে আর একটুও দেরি করে না। পরীদের কণ্ঠ থেকে গানখানি কেড়ে নিয়ে নিজেই গাইতে শুরু করে, ‘মানডি টিউজডি ওয়েন্সসডি, মানডি টিউজডি ওয়েন্সসডি।; এর পরই সে দুই পঙ্ক্তি বাড়িয়ে বলে- ‘মানডি টিউজডি ওয়েন্সসডি অ্যান্ড থার্সডি অ্যান্ড ফ্রাইডি।’ অ্যান্ড ফ্রাইডি! পরীরা তো চমকে যায়। কেন? কেন? কেন? অ্যান্ড ফ্রাইডি কেন? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা