টোডরমল
- লোপাশ্রী আকন্দ
- ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫
জানো, টোডরমল ভারতীয় উপমহাদেশের অন্যতম চরিত্র। মোগল সাম্রাজ্যের যুগে তিনি ছিলেন সম্রাট আকবরের অন্যতম সভাসদ।
প্রথম জীবনে টোডরমল শেরশাহের সামান্য কর্মচারী ছিলেন। সম্রাট আকবরের দরবারেও (রাজসভা) তিনি যোগ দেন সামান্য কর্মচারী হিসেবে। সামরিক প্রতিভা আর প্রশাসনিক দক্ষতায় তিনি অসামান্য ছিলেন। এজন্য আকবর তাকে সাম্রাজ্যের প্রধান দেওয়ান পদে নিযুক্ত করেন।
টোডরমল কার্যত আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। সম্রাটের গুরুত্বপূর্ণ অনেক সমরাভিযান পরিচালনা করতেন টোডরমল। অপর দিকে প্রশাসনিক সংস্কার, ভূমি সংস্কার, মুদ্রাব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন কাজে তিনি ছিলেন আকবরের মুখ্য উপদেষ্টা।
টোডরমল ছিলেন আকবরের বিশ্বস্ত অনুচর। তবে সম্রাট তাকে অনেক কাজে স্বাধীনতা দেন।
নিষ্ঠাবান এই হিন্দু ১৫৬২ সাল থেকে আমৃত্যু উচ্চ রাজপদে কাজ করেন। তার আগে কোনো হিন্দু মোগল সাম্রাজ্যে এত উচ্চপদে কাজ করার সুযোগ পাননি।
টোডরমলের জন্ম বর্তমান ভারতের উত্তর প্রদেশের লাহারপুরে আর মৃত্যু আজকের পাকিস্তানের লাহোরে, ১৫৮৯ সালের নভেম্বরে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা