২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
লাসমোর পিঠের কুঁজ চলে যাওয়ার কাহিনী জ্যাক ম্যাডেনও শুনতে পায়। পাতালপুরীর পরীরা এসে লাসমোর পিঠের কুঁজ নিয়ে গেছে। নদী পাড়ে একটি উইয়ের ঢিবি আছে, পিঠে কোনো কুঁজওয়ালা ছেলে যদি সন্ধ্যারাতে ওই উইয়ের ঢিবির ওপর বসে থাকে, তা হলে নাকি পরীরা এসে গান শুনায়। মনে সন্তুষ্টি এলে তাকে ধরে নিয়ে যায়। পরীরাজ্যে নিয়ে যায় তাকে। তারপর বিদায় বেলায় পিঠের কুঁজটিও তুলে নেয় তারা। ব্যথাহীনভাবে সারিয়ে তুলে কুঁজ। লোকমুখে লাসমোরের কুঁজ হারানোর গল্প শুনতে পায় জ্যাক ম্যাডেন।
একদিন কাউকে না জানিয়ে জ্যাক চুপিসারে চলে যায় সেই উইয়ের ঢিবির কাছে। সন্ধ্যা হয়নি, দুপুর বেলাতেই সে উইয়ের ঢিবির ওপর গিয়ে বসে। তার যে ত্বর সইছে না। অনেকক্ষণ বসে থাকার পর সূর্য্য সবেমাত্র পাটে বসতে শুরু করেছে। কিন্তু ত্বর সইছে না জ্যাকের। বসে থেকে থেকে সে অস্থির হয়ে গেছে।
(চলবে)


আরো সংবাদ



premium cement