কেটিডিড পা দিয়ে শুনতে পায়
- মো: রেজাউল হক
- ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
বলছি একটি পোকার কথা । আমেরিকায় এর নাম কেটিডিড। ইংরেজিতে একে বলে বুশ-ক্রিকেট। এটি এক ধরনের ফড়িং। আমরা তাকে চিনিও ফড়িং হিসেবে। আমাদের আশপাশের ক্ষেতখামারে যেমন পাটক্ষেত, ধানক্ষেত, আখক্ষেত বা লম্বা ঘাসের মধ্যে এই ফড়িংটি দেখা যায়। এদের লম্বা দু’টি এন্টেনা আছে, যা তাদের শরীরের চেয়ে লম্বা হতে পারে। এদের গায়ের রঙ গাঢ় সবুজ। গাছের পাতা, ফুল ফল এবং গাছের বাকল এরা খেয়ে থাকে। এদের আবার ধরে খায় অন্যান্য পোকামাকড়, শামুক, সাপ, টিকটিকিতে। হাঁটার জন্য এদের তিন জোড়া লম্বা পা আছে। এক গাছ থেকে আর এক গাছে উড়ে যেতে আছে পাখা। দেখার জন্য আছে দু’টি চোখ।
শব্দ শোনার জন্য এদের কোনো কান নেই। তাহলে এরা শোনে কী করে? সামনের পা দিয়ে এরা শুনতে পায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা