২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
নিজের দিকে তাকায় সে। আগের সেই আধময়লা পুরোনো পোশাকটি নেই। তার পরিবর্তে গায়ে তার অপূর্ব সুন্দর স্যুট, প্যান্ট। পায়ে তার চকচকে সুন্দর চটি জুতা। এমন সুন্দর পোশাক কে দিলো তাকে?
লাসমোর নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বাড়ি তো নয়, একটি মাত্র কুড়েঘর। চলার পথে কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হয়। লাসমোরকে দেখে তারা তো অবাক। আরে! আমাদের লাসমোর না?
চেনা এক প্রতিবেশী অবাক হয়ে জিজ্ঞস করে, লাসমোর! তোমাকে তো চেনা-ই যায় না হে? এতদিন কই ছিলে তুমি? তোমার পিঠের কুঁজ কই? এমন লম্বা, হ্যান্ডসাম তুমি! কুঁজ থাকায় এতদিন তো বুঝতেই পারিনি, দারুণ!
চারিদিকে ছড়িয়ে পড়ে লাসমোর কুঁজ হারানোর কথা। কুঁজ হারিয়ে ছেলেটি যে কী সুন্দর হয়েছে। এ তল্লøাটে তার মতো ছেলে আর একটিও নেই। যেমন হ্যান্ডসাম ছেলে, তেমনি কর্মঠ। (চলবে)


আরো সংবাদ



premium cement