ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০১ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সাতষট্টি
একটা সিনেমায়ে দেখেছিল সে। পুলিশ দরজা খুলে ঢোকে। নায়ক দাঁড়িয়ে থাকে দরজার সাথেই। দরজা ঠেললে পিছনে আড়াল পড়ে যায়।
দুজনে দুজনে ভাগ হয়ে দুই দরজার পাশে দাঁড়িয়ে পড়ল।
দরজা খুলে ভেতরে উঁকি দিলেন বিজ্ঞান শিক্ষক। পুরোপুরি ঢুকলেন না। মাথাটা ঢুকিয়ে দেখলেন। দিনের আলোয় গোটা রুম দেখা যাচ্ছে। ফাকা। কেউ নেই। কিছু নেই। থাকবার কথাও নয়। এই রুমটাও পরিত্যক্ত। এখন আর কাস হয় না। চেয়ার টেবিল বেঞ্জ নতুন ভবনে নেয়া হয়েছে।
‘কাউকে কি দেখা যায়?’ প্রিন্সিপাল পিছন থেকে জিজ্ঞেস করলেন। তারপর চক্ষুকর্ণের বিবাদ ভঞ্চন করতে নিজেও মাথা বাড়িয়ে দিলেন।
‘না স্যার। চলেন যাই। আমারই শোনার ভুল।’ বিজ্ঞান স্যার নিচু স্বরে বললেন, ‘এক্সম্যান স্যার আর পুরাতন ভবন নিয়ে এত টেনশনে আছি, কি শুনতে কি শুনছি। চলেন যাই। আবার আপনারে আমারে এখানে দেখলে প্রগতিশীল শিক্ষক সমাজ সন্দেহ করতে পারে।’
‘আমার কিন্তু কেমন জানি ভালো ঠেকছে না। মনে হচ্ছে আমাদের এই চক্রান্তের সাথে অশুভ কিছু জড়িয়ে পড়েছে।’ প্রিন্সিপাল সন্ধিগ্ন গলায় বললেন।
‘কাল থেকে পুরানো ভবন ভাঙা শুরু হয়ে গেলে তখন দেখবেন আপনার সব সন্দেহ দুর হয়ে যাবে।’ বিজ্ঞান স্যার মাথা দরজার ভেতর থেকে মাথা বের করে নিয়ে দরজা দিলেন। দরজার আড়ালে থাকা চারজন হাফ ছেড়ে বাঁচল।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা