২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)

পরীরা এখন লাসমোর চারপাশে ঘুরে ঘুরে নাচছে আর গাইছে। এক সময় তারা লাসমোরকেও টেনে নেয় নিজেদের দলে। অনেকক্ষণ নেচে গেয়ে ক্লান্ত হয়ে পড়ে তারা। এক সময় চোখে প্রচণ্ড ঘুম নেমে আসে লাসমোর। ঘুমে ঢলে পড়ে সে কোনো এক সময়।
লাসমোর ঘুম যখন ভাঙল, তখন চারদিকে দিনের আলো খেলা করছে। পাখিরা গান গাইছে। দূরের মাঠে গাভী ও ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। লাসমোর কাছে মনে হলো কত শান্ত নির্মল পরিবেশ। কত সুন্দর এই পৃথিবী! মনের গহীন তল থেকে লাসমোর কণ্ঠে বেজে ওঠে, পৃথিবীটা আসলেই বড় সুন্দর, চমৎকার, বিউটিফুল। পিঠে তার কুঁজ নেই। সে এখন লম্বাটে একহারা গড়নের এক কিশোর। সে সোজা হয়ে দাঁড়াতে পারে, বুক টান করে হাঁটতে পারে। আয়ারল্যান্ডের অন্য ছেলেদের চেয়েও সুন্দর হ্যান্ডসাম ও বলিষ্ঠ চেহারার এক দুরন্ত কিশোর এখন লাসমোর। (চলবে)


আরো সংবাদ



premium cement