ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ছেষট্টি
‘স্যার, সামলে। দেয়ালেরও কান আছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের কথাগুলো শুনে ফেলছে।’ বিজ্ঞান স্যার বললেন।
‘ও আপনার মনের ভুল। ভুতুড়ে রুম থেকে এসেছেন বলে পায়ের শব্দ শুনেছেন। ও আসলে রুমের ভেতরে ইঁদুরের দৌড়াদোড়ির শব্দ। এখন আবার অশরীরি কারোর কান পাতার শব্দ শুনছেন।’
‘স্যার, আমার কেন জানি ভালো লাগছে না। তাড়াতাড়ি ভবনটা ভেঙে না ফেললে কোথা থেকে কী হয়ে যায় কেউ জানে না।’
‘ঠিক আছে, আমি এখনই রুমে যেয়ে টেলিফোনে নেতার সাথে সব কিছু ফাইনাল করছি। আগামীকাল থেকেই ভবন ভাঙার কাজ শুরু হবে। ট্রাস্ট্র থেকে দলিল দেখতে চাইলে নকল দলিলই দেখিয়ে দেবো। আসল দলিল আর কেউ দেখাতে পারবে না। ততক্ষণে সব ধ্বংসস্তূপের নিচে।’
সজীবদের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন প্রিন্সিপাল। একটু কী যেন ভাবলেন। ‘এই দরজাটা কেমন যেন কেউ খুলেছে মনে হচ্ছে।’ তিনি সন্দিহান স্বরে বললেন।
‘কে আর খুলবে, স্যার? পুরনো দরজা বাতাসে খোলে বাতাসে বন্ধ হয়।’ বিজ্ঞান স্যার বললেন।
‘তবু একবার উঁকি মেরে দেখা দরকার। কেউ ওখানে লুকিয়ে আমাদের কাজকর্ম কথাবার্তা শুনে ফেললো কি না।’ প্রিন্সিপাল বললেন।
ভেতরে ভয়ে সজীবদের হাত-পা পেটে ঢুকে যাওয়ার জোগাড়। মুহূর্তেই বুদ্ধি খেলে গেল মাথায়। যদিও রিস্ক থেকে যাবে। সজীব ইশারা করে দরজার পেছনটা দেখিয়ে দিলো।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা