২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

তরোয়াল খেলা

-

ছোট্ট বন্ধুরা,

আমেরিকা ও ইউরোপের কিছু দেশে তরোয়াল খেলা এখনো টিকে আছে। এক সময় ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশে এ খেলা প্রচলিত ছিল।
ইউরোপ ও আমেরিকায় তরোয়াল খেলাকে বলে ফেন্সিং।
এ খেলায় বিশেষ ধরনের তরোয়াল ব্যবহার করা হয়। এর ফলা দেখতে তলোয়ারের মতো; কিন্তু এতে ধার নেই। আগাও ভোঁতা। একে বলে ফয়েল। একটু বেশি ভারী হলে বলা হয় এপে। খেলার সময় খেলোয়াড়রা এর ভোঁতা আগা কে কতবার অপরের গায়ে ঠেকাতে পারে- এ থেকে জয়-পরাজয় নির্ধারিত হয়।


আরো সংবাদ



premium cement