২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
হ্যাঁ, তাই তো! পিঠের কুঁজ যে এখন নেই। নিমেষেই উধাও! কী করে সম্ভব?
দেয়ালে বিশাল এক আয়না টাঙানো। ওই আয়নায় লাসমোর নিজের চেহারা দেখতে পায়। কী লম্বাটে হ্যান্ডসাম চেহারা তার! নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। অবাক হয় লাসমোর। এতকাল সে কুঁজো হয়ে ছিল, বড্ড বেঁটে দেখাত তাকে।
শরীরটা যেন পাখির পালকের মতো হালকা হয়ে গেছে। আনন্দ উছলে উঠছে মনে। ভাবছে, এমন সুন্দর চেহারা তার! এতকাল পিঠের কুঁজের আড়ালে পড়ে ছিল। যাক, কুঁজ নিয়ে তার আর ভাবনা নেই। কত কষ্টই না দিয়েছে তাকে। কুঁজের ভারে সোজা হয়ে পথ চলতে পারেনি এতকাল। এখন সে সোজা সটান হয়ে দাঁড়াতে পারে। বুক টান করে হাঁটতে পারে। একটুও ক্লান্ত লাগে না তার।
রাজপ্রসাদের আঙিনায় দাঁড়িয়ে লাসমোর যখন এসব কথা ভাবছে, তখন একঝাঁক পরী এসে তার চার পাশে গোল হয়ে দাঁড়ায়। তারপর বৃত্তের মতো করে হাত ধরে নাচতে শুরু করে। (চলবে)


আরো সংবাদ



premium cement