২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

পঁয়ষাট্টি
স্যার বিজ্ঞান স্যারের সাথে এই টিফিন পিরিয়ডে কি করছেন?
‘কিছু একটা ঘাপলা আছে স্যার। বিজ্ঞান রুমের ভেতরটা দেখলেন? কাল রাতে নিশ্চয় কেউ ছিল। ধুলোর মধ্যে ইয়া বড় বড় পায়ের ছাপের সাথে স্কুলের কেডসের ছাপও দেখেছি। নাইটগার্ড বলেছে কাল শেষ রাতে একটা ছোট ছেলেকে বড় একটা জঙ্গলের প্রাণীর সাথে হেঁটে যেতে দেখেছে। আমার মনে হয় কাল রাতে ওই ছেলেটা এই রুমে ছিল।’
‘কিন্তু ছেলেটা যে বলল, উদয়ন স্কুলের ইয়াং বয়েজ ক্রিকেট কাবে ছিল। সকালে বাসায় এসেছে।’ প্রিন্সিপাল স্যার বললেন।
‘উহু। বলে থাকলে মিথ্যে বলেছে। ওই কাবে খোঁজ নিয়ে দেখেন। কাবে থাক আর যেখানে থাক, মোবাইল ফোন তো করত।’
‘হুঁ, আপনি ঠিকই বলেছেন। কাল রাতে অজ্ঞাতনামা ফোনে আমাকে ওরকমই জানিয়েছিল। খুঁজতে এসে কিছু পায়নি।’
‘নিশ্চয় ছিল। লুকিয়েই ছিল।’ বিজ্ঞান স্যার।
‘তাহলে আমাদের স্কুলের আসল দলিলটা ওই রুমে লুকিয়ে রাখা কি ঠিক হচ্ছে?’ প্রিন্সিপাল স্যার বললেন।
‘আসল দলিলটা একেবারে ধ্বংস করে ফেলা যায় না?’ বিজ্ঞান স্যার বললেন।
‘তাই তো করছি। পুরাতন ভবন ভাঙার সময় দলিলটাও ওর মধ্যে ধ্বংস হয়ে যাবে। নেতা বলেছেন, আগামীকাল থেকে ভবন ভাঙা শুরু করবেন। তখন আমরা নতুন দলিল করে ফেলব। তাতে এই জায়গাটা হবে স্কুল মার্কেট। ট্রাস্ট্রের সম্পত্তি হয়ে যাবে আমাদের সম্পত্তি।’ (চলবে)


আরো সংবাদ



premium cement