২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

তারপিন কী

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো তারপিনের নাম শুনে থাকবে। তোমরা তো জানোই এটি কোনো পিন বা আলপিন নয়। তারপিন আসলে কী? এক প্রকার তরল পদার্থ। অনেকে একে বলে তারপিন তেল। এটি তৈরি করা হয় কী দিয়ে? সাধারণত পাইনগাছের বীজের নির্যাস দিয়ে। পাইন জাতীয় অন্যান্য গাছের রস জ্বাল দিয়েও এটি তৈরি করা যায়। তারপিনকে টারপিনও বলে। এটি কী কাজে ব্যবহার করা হয়? সাধারণত রঙ গোলার কাজে। এবার ছবি দেখো। তারপিনের ইংরেজি ঞঁৎঢ়বহঃরহব. -ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement