২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
রঙিন আলোয় চোখ যখন তার স্বাভাবিক হয়ে আসে, লাসমোর অবাক হয়। মুখ ফুটে বলে ফেলে- আরে! এ যে এক পরীরাজ্য। এক রঙিন জগৎ! এখন বাতাসে বাউকুড়োনি নেই। নীরব নিস্তব্ধ ঝলমলে পরিবেশ। এমন সময় লাসমোর দেখে, মাথায় সোনার তাজ পরে অন্যন্যা সুন্দরী এক পরীরানী ধীর লয়ে লাসমোর কাছে এগিয়ে আসছে। কাছে এসে পরীরানী ছড়া কাটে-
লাসমোর, লাসমোর,
দ্য হাম্প দ্যাট ইউ ওর,
অন ইউর ব্যাক ইজ নো মোর।
লুক ডাউন অন দ্যা ফ্লোর,
লাসমোর লাসমোর।
(লাসমোর, লাসমোর। তোমার পিঠের কুঁজ আর নেই। চেয়ে দেখো মেঝের ওপর। কুঁজ তোমার গড়িয়ে গড়িয়ে চলে যায়। চলে যায় কুঁজ দূরে আরো দূরে)
মুকুট পরা পরীরানীর ছড়া কাটা শেষ হয়। আর তখনই লাসমোর বুঝতে পারে পিঠের কুঁজ তার ভ্যানিস হয়ে গেছে। পিঠটা বেশ হালকা রাখছে তার। পিঠের দিকে হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করে কুঁজটি কি আসলেই চলে গেল? (চলবে)

 


আরো সংবাদ



premium cement