২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

চৌষট্টি

‘মানুষ না ভূ--উত।’ নিলয় তোতলাতে লাগল।
‘চুপ কর গাধা!’ রাফি নিচুস্বরে ধমক দিলো। ‘ভূত নয় মানুষ। মনে হচ্ছে বিজ্ঞান স্যারের গলা।’
‘কোথাও লুকিয়ে যেতে পারলে হতো!’ সজীব ফিসফিস করে বলল।
‘এখানে এই ফাঁকা প্যাসেজে লুকানোর জায়গা কই? চল ফিরে যাই।’ সজীবের ভয়ার্ত গলা।
‘এক্সম্যান স্যারের মতো এখন অদৃশ্য হয়ে যেতে পারলে ভালো হতো। তাহলে আর এখন...’ সজীব কথা শেষ করতে পারল না। ভেতর থেকে দরজা খোলার ক্যাচক্যাচ শব্দ হচ্ছে।
রিমি শোনা যায় না এরকম গলায় বলল, ‘রাফি তোর পেছনে একটা দরজা বন্ধ কাস রুম দেখা যাচ্ছে। ওটার মধ্যে সবাই ঢুকে পড়ি চল।’
কথা শেষ না হতেই সজীবই আগ বাড়িয়ে দরজা ধাক্কা দিলো। একটু প্রতিরোধ করেই খুলে গেল দরজা। চারজনেই দুদ্দাড় করে ঢুকে পড়ল পাশের পরিত্যক্ত কাসরুমের ভেতর। ততক্ষণে ভুতুড়ে কাসরুমের দরজা পুরোপুরি খুলে গেছে।
‘স্যার, এদিকে কেউ এসেছিল বোধ হয়। আমাদের মনে হয় কেউ ফলো করছিল। কাদের ছুটে যাওয়ার পায়ের আওয়াজ শুনলাম।’ বিজ্ঞান স্যারের গলা।
‘হু, আমিও শুনেছি। কিন্তু কারা হবে? আর ধুম করে অদৃশ্য হয়ে গেল কিভাবে?’ প্রিন্সিপাল স্যারের গলা।
(চলবে)


আরো সংবাদ



premium cement