জোনাকির আলো
- মো: রেজাউল হক
- ২৫ ডিসেম্বর ২০২২, ০০:০৫
জানো, রাতে জোনাকি পোকা উড়ে বেড়ায়; অন্ধকার রাতে মিটিমিটি আলো জ্বালিয়ে চলে, যা বেশ চমৎকার। এরা আলো পায় কোথা থেকে?
আলো তৈরি হয় তাপ থেকে। জোনাকির আলো এবং অন্য আলোর মধ্যে কোনো তফাত নেই। তফাত শুধু এক জায়গায় তা হলো, অন্য আলো তৈরিতে তাপের দরকার হয় কিন্তু জোনাকির আলো তৈরিতে কোনো তাপের দরকার হয় না। এ ধরনের আলোকে বলে লুমিনিসেন্স বা উদ্দীপ্ত আলো। এর মধ্যে এমন উপাদান আছে, যার জন্য এই আলো মিটিমিটি করে জ্বলে। এদের দেহে লুসিফেরিন ও লুসিফেরাস আছে। লুসিফেরাস জোনাকির দেহে লুসিফেরিন তৈরি করে। এই লুসিফেরিন আকাশের শুকতারার মতো মিটিমিটি করে জ্বলে।
বিজ্ঞানীরা এখনো জোনাকির আলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে। কারণ জোনাকির আলোয় এমন অনেক উপাদান আছে, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা এখনো বের করতে পারেননি। তারা একই ধরনের আলো তৈরি করতে সক্ষম হয়েছেন, তবে সে জন্য তাদের জোনাকির আলোর উপাদান ব্যবহার করতে হয়েছে। তবে জোনাকির সেই উপাদান তারা এখনো আবিষ্কার করতে পারেননি। বিজ্ঞানীদের কাছে তা এখনো প্রকৃতির গোপন রহস্য হয়ে আছে। ছবি : সংগ্রহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা