২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)

পরীরা লাসমোরকে নিয়ে বাতাসের ঘূর্ণিপাকে ঘুরতে থাকে। লাসমোরের কাছে মনে হলো, সে যেন পাখির পালকের মতো হালকা হয়ে গেছে। অনেক পরীর সাথে সাদা পালকের মতো সেও ঘুরছে। বাতাসে পরীদের সাথে ঘুরপাক খাচ্ছে। এতটুকুও ভার নেই শরীরে। ঘুরতে ঘুরতে কোথায় যে চলে গেল তারা, লাসমোর কিছুই মনে করতে পারছে না। তার কাছে মনে হচ্ছে, এ এক ভিন্ন জগৎ, ভিন্ন পৃথিবী। বড় অচেনা, বড় সুন্দর, রঙিন।
বাউকুড়োনি যখন থেমে যায়, লাসমোর নিজেকে দেখতে পায় সুউচ্চ এক অট্টালিকার ভেতরে। এক রাজপ্রাসাদের অন্দরমহলে দাঁড়িয়ে আছে সে। একা, কেউ নেই। চার দিকে রঙিন আলোর ঝিলিক। নানা বর্ণের প্রজাপতি, নানা বর্ণের ফুল, নানা বর্ণের পাতা। এখানে রোদও যেন রঙিন। ফুরফুরে হাওয়া গায়ে পুলক জাগায়। আনন্দে ঝলমলিয়ে ওঠে লাসমোর মন। (চলবে)


আরো সংবাদ



premium cement