২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
আহা, কী মধুর কণ্ঠ! কিন্তু লাসমোর ভাবে, গানের কথাগুলো যে একই? অর্থাৎ ‘মানডি টিউজডি, মানডি টিউজডি, মানডে টিউজডি।’ এর পরে কী সেটি তো বলছে না গানে?
উইয়ের ঢিবির মধ্য থেকে ভেসে আসা গান শুনে লাসমোর ক্লান্ত মন জুড়িয়ে যায়। কিন্তু কতক্ষণ আর শোনা যায় একই সঙ্গীত, একই কথামালা? ‘মানডি টিউজডি, মানডি টিউজডি, মানডি টিউজডি।’ গান শুনতে শুনতে হঠাৎ ওই সঙ্গীতের লয়ে লাসমোর মুখ ফসকে বেরিয়ে গেল- ‘অ্যান্ড ওয়েন্ডসডি’ এবং বুধবার! লাসমোর মুখে একই লয়ে, একই ঢঙে, একই সুরে ‘অ্যান্ড ওয়েন্ডসডি উচ্চারিত হওয়ার সাথে সাথে উইয়ের ঢিবির মাটি ফাঁক হয়ে দুই ভাগ হয়ে গেল। ঢিবির ভেতর থেকে এক ঝাঁক পরী সুন্দর সুন্দর পোশাক পরে বেরিয়ে এলো বাইরে। যেন পাতাল ফুঁঁড়ে বেড়িয়ে এসেছে ওরা। তারপর!
কোনো কথা নেই বার্তা নেই, ওই পরীর দল লাসমোরকে বাতাসে ভাসিয়ে বাউকুড়োনির পাকে ঘুরপাক খায়। (চলবে)


আরো সংবাদ



premium cement