সোমবার মঙ্গলবার
- শেখ আবদুল্লাহ নূর
- ২২ ডিসেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
ভাবে, কিছুটা বিশ্রাম নিই। তারপরে না হয় বাকিটা পথ হেঁটে পার হওয়া যাবে। নিজের থুতনিটাকে হাঁটুর ওপর রেখে বসে পড়ে সে উইয়ের ঢিবির ওপর। সবেমাত্র কিছুটা ঝিমুনি ধরেছে চোখে, এমন সময় মধুর স্বরে সঙ্গীত ভেসে এলো তার কানে। ক্ষীণ স্বর। তাই, কান পেতে শুনতে চেষ্টা করে লাসমোর। কী গাইছে, কারা গাইছে। লাসমোর আরো সজাগ হয়। তার কাছে এবার মনে হলো, এমন সুরের সঙ্গীত বুঝি এই উইয়ের ঢিবির ভেতর থেকেই আসছে। সে কান খাড়া করে। হ্যাঁ, তাই তো! এই উইয়ের ঢিবি থেকেই তো আসছে মধুর সঙ্গীত। কী অদ্ভুত কাণ্ড! উইয়ের ঢিবির ভেতরেও গান-বাজনা চলে? গানের কথাগুলো কী? লাসমোর আরো সজাগ হয়, বুঝতে চেষ্টা করে। মনে হচ্ছে গানের কথাগুলো যেন এমন-
‘মানডি টিউজডি, মানডি টিউজডি, মানডি টিউজডি।’ সোমবার মঙ্গলবার, সোমবার মঙ্গলবার, সোমবার মঙ্গলবার।
অনেকগুলো কণ্ঠ সমস্বরে গাইছে, ‘মানডি, টিউজডি, মানডি টিউজডি, মানডি টিউজডি।’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা