২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

(গত দিনের পর)
ছেলেটির মনে কোনো দুঃখ নেই। বিষণ্নতা তার কাছেও আসতে পারে না। কিন্তু তাকে দেখে অন্যরা দুঃখ পায়, আফসোস করে। কেন? কারণ, এমন সুন্দর একটি ছেলে, তার পিঠে কিনা উঁচু একটি কুঁজ। উটের পিঠের মতো কুঁজ, ভারী উঁচু হয়ে সেঁটে আছে তার পিঠে। কুঁজটি এতটাই বড় যে, কুঁজের ভারে কুঁজো হয়ে পথ চলতে হয় তাকে। বসতে গেলে কুঁজের ভারে পিঠ বাঁকা হয়ে থাকে। বুড়োদের মতো বসতে হয়। বসলে কুঁজের ভারে থুতনি তার হাঁটুর সাথে লেগে থাকে। এমন অসহায় ভাব দেখে সবারই মায়া হয় ছেলেটির প্রতি। এ কারণে অনেকে প্রয়োজন নেই তবুও তার কাছে থেকে ঝুড়ি কিনে। ঝুড়ির জন্য যে দাম হয়, তার চেয়ে বেশি দামে কিনে। অথবা দামের চেয়েও কিছু অতিরিক্ত পয়সা দিয়ে দেয় তাকে। বলে, রেখে দাও। ভাঙতি আর দিতে হবে না।
কোনো এক সন্ধ্যায় দূর গায়ে ঝুড়ি বিক্রি করে লাসমোর বাড়ি ফিরছিল। দূরের ফিরতি পথে হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে পড়ছিল সে। তাই পথের ধারে একটি উইয়ের ঢিবির ওপর বসে পড়ে। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল