সোমবার মঙ্গলবার
- শেখ আবদুল্লাহ নূর
- ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ছেলেটি ঝিঁঝিঁ পোকার মতো চঞ্চল। জলের মতো চপল, পালকের মতো উচ্ছল আর ফুলের মতো সদাহাস্য। আয়ারল্যান্ডের সুদূর পল্লøীগাঁয়ে তার বাড়ি। বাড়ি তো নয়, একটি কুঁড়েঘর মাত্র। ছেলেটির নাম লাসমোর। মা নেই, বাবা নেই, এতিম। কিন্তু সবাই তাকে ভালোবাসে। কারণ, তার মুখের হাসি। সারাক্ষণ রোদের ঝিলিকের মতো এক টুকরো হাসি মুখে লেগে থাকে তার। ওই হাসি সবার মনের দুঃখ দূর করে দেয়।
পাখির রঙিন একটি পালক সাঁটানো টুপি পরে ঘুরে বেড়ায় সে। এ গাঁও যায়, ও গাঁও যায়। কাঁধে নলখাগড়ার আঁটি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানো তো নয়, যেন নেচে নেচে বেড়ানো। এমন উৎফুল্লø সদা চঞ্চল হাস্যময় কিশোর, সে কি আর হেঁটে পথ চলতে পারে? হাঁটতে গেলেই তার নাচন আসে পায়। সে এ গাঁও থেকে ও গাঁও যায়, নলখাগড়ার আঁটি কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। এই নলখাগড়া আর বিচালির খড় দিয়ে ঝুড়ি বানায়। ঝুড়ি বানিয়ে বিক্রি করে সে। বিভিন্ন গাঁয়ে, বিভিন্ন লোকালয়ে গিয়ে ঝুড়ি বিক্রি করে সে। এতে যে পয়সা পায়, তা দিয়েই জীবন তার চলে যায়। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা