২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ ই রি শ রূ প ক থা

সোমবার মঙ্গলবার

-

ছেলেটি ঝিঁঝিঁ পোকার মতো চঞ্চল। জলের মতো চপল, পালকের মতো উচ্ছল আর ফুলের মতো সদাহাস্য। আয়ারল্যান্ডের সুদূর পল্লøীগাঁয়ে তার বাড়ি। বাড়ি তো নয়, একটি কুঁড়েঘর মাত্র। ছেলেটির নাম লাসমোর। মা নেই, বাবা নেই, এতিম। কিন্তু সবাই তাকে ভালোবাসে। কারণ, তার মুখের হাসি। সারাক্ষণ রোদের ঝিলিকের মতো এক টুকরো হাসি মুখে লেগে থাকে তার। ওই হাসি সবার মনের দুঃখ দূর করে দেয়।
পাখির রঙিন একটি পালক সাঁটানো টুপি পরে ঘুরে বেড়ায় সে। এ গাঁও যায়, ও গাঁও যায়। কাঁধে নলখাগড়ার আঁটি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানো তো নয়, যেন নেচে নেচে বেড়ানো। এমন উৎফুল্লø সদা চঞ্চল হাস্যময় কিশোর, সে কি আর হেঁটে পথ চলতে পারে? হাঁটতে গেলেই তার নাচন আসে পায়। সে এ গাঁও থেকে ও গাঁও যায়, নলখাগড়ার আঁটি কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়। এই নলখাগড়া আর বিচালির খড় দিয়ে ঝুড়ি বানায়। ঝুড়ি বানিয়ে বিক্রি করে সে। বিভিন্ন গাঁয়ে, বিভিন্ন লোকালয়ে গিয়ে ঝুড়ি বিক্রি করে সে। এতে যে পয়সা পায়, তা দিয়েই জীবন তার চলে যায়। (চলবে)


আরো সংবাদ



premium cement
বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে

সকল