২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)
জ্যোতির্ময় লোকটির আঙুলের ইশারায় ধনীর দুলাল তৎক্ষণাৎ সুঁচো-ইঁদুর হয়েই রইল। সবাই দেখল। চেয়ে চেয়ে দেখল অপরাধের শাস্তি। চরম ও নির্মম প্রতিদান পেল ধনী লোকটি এভাবেই।
গল্পটি রূপক। স্লাভিক অঞ্চলের দেশগুলোতে এখানো অনেকেই ছোটদের এই গল্পটি শুনান। কাহিনীটির আড়ালে চরম এক সতর্কবাণী রয়েছে। যারা অন্যের সম্পদের প্রতি লোভ দেখায়, অন্যের সম্পদ লুটে খায়- পরিণামে তাদের ওপর এমনি এক অপ্রত্যাশিত পরিণতি নেমে আসে।
কিভাবে মানুষকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায়, সেটা নিয়েই তার ভাবনা সারাক্ষণ। মাথায় তার কূটবুদ্ধি খেলা করে। মানুষকে অবজ্ঞার চোখে দেখে। নিজের মনের খেয়াল খুশিতে চলে। নিজের পাতে ঝোল টানতে হেন কাজ নেই যা সে করে না। আরেকটি কাজ সে সচরাচর বেশিই করে। সেটি হলো মিথ্যে বলা। ছল-চাতুরী ও মিথ্যের বাহানায় সে নিজের স্বার্থ হাসিল করে নেয়। (চলবে)

 

 

 


আরো সংবাদ



premium cement