ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
সাতান্ন.
‘একদিন আর পড়াশুনা করে কাজ নেই। কাল থেকে স্কুলে যাস।’
‘উহু মা, আমাকে আজকে স্কুলে যেতেই হবে। কাজ আছে।’
‘ঠিক আছে স্কুলের সময় হোক। আর আগে তোর বাবা আসুক। দেখ কী বলে। খুব রাগ হবে।’
‘তুমি ম্যানেজ করো মা।’ সজীব আদুরে কণ্ঠে বলে।
‘কোথায় ছিলি তুই?’ রাফি জিজ্ঞাসুস্বরে প্রশ্ন করল। ‘কাসে ব্যাগ রেখে কোথায় হাওয়া হয়ে গেলি।’
সজীব রহস্যময় গলায় বলল, ‘ছিলাম এক জায়গায়।’
‘মানে?’ নিলয় বিরক্তস্বরে বলল।
‘মানে টপ সিক্রেট।’ সজীব গলা নিচু করে বলল, ‘তোরা যদি খোদার কসম কেটে কাউকে না বলিস তাহলে জানাতে পারি।’
‘এত ঢঙ করছিস কেন?’ রাফিও বিরক্ত। ‘আমাদের না জানালে না জানা। স্কুলের প্রিন্সিপাল যখন জানতে চাইবেন তখন কী বলবি। তাকেও কি কিরাকসম কাটিয়ে নিবি?’
সজীব নিজেও ব্যাপারটা নিয়ে চিন্তায় আছে। ক্রিকেট কাবের কথাই বলতে হবে। স্যার নিশ্চয় ওই কাবে গিয়ে খোঁজ নেবে। যদি নেয়? সজীব চিন্তিত হয়ে পড়ল।
‘তোর মিসিং ছাড়াও কালকে স্কুলে আরেকটা ঘটনা ঘটেছিল জানিস তুই?’ নিলয় বলল।
‘না তো। কি ঘটনা?’
‘কাস টেনের কামালভাইয়ের মাথায় কনস্ট্রাকশনের বাঁশ ভেঙে পড়ে। কামাল ভাই আহত হয়ে হাসপাতালে।’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা