২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাসাভা কথা

-

তোমরা নিশ্চয়ই কাসাভার নাম শুনে থাকবে। এটি কী? গ্রীষ্মম-লীয় উদ্ভিদ। এর শিকড় থেকে শ্বেতসারজাতীয় খাদ্য তৈরি হয়; সদৃশ শস্য বের করা হয়। আবার এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম শর্করা উৎপাদনকারী ফসল। দুনিয়ার প্রায় ৫০ কোটি মানুষের প্রধান খাদ্য কাসাভা।
আমাদের দেশের বেশির ভাগ মানুষের প্রধান খাদ্য ভাত। অনেক দেশের মানুষের প্রধান খাদ্য তৈরি করা হয় গম থেকে।
বাংলাদেশে কাসাভা সাধারণত কী নামে পরিচিত? শিমুল আলু।
কোন দেশে সবচেয়ে বেশি কাসাভা উৎপন্ন হয়? নাইজেরিয়ায়।
বাংলাদেশে কি কাসাভা চাষ করা হয়? হ্যাঁ। এ দেশের কিছু কিছু এলাকায় এটি চাষ করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা স্থানীয়ভাবে কাসাভা চাষ করে। তবে পরিমাণে বেশি নয়।
তোমাদের অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, কী করে কাসাভা খাওয়া হয়। দেশ ও এলাকাভেদে মানুষের মধ্যে এটি খাওয়ার পার্থক্য দেখা যায়।
কাসাভা যাদের প্রধান খাদ্য, তারা সাধারণত এটি থেকে প্রথমে আটা বা ময়দা তৈরি করে। এরপর ময়দা বা আটা থেকে রুটি, পিঠা, চিপস ইত্যাদি তৈরি করা হয়। তোমরা তো জানোই, রুটি খাওয়া যায় গোশত, মাছ, সবজি, মিষ্টি, ডাল ইত্যাদি দিয়ে। ঝাল, টক, মিষ্টি ইত্যাদি স্বাদের পিঠা তৈরি করা যায় কাসাভা দিয়ে। অনেকে আবার কাসাভা সেদ্ধ করে বিভিন্ন মসলা দিয়ে খায়।


আরো সংবাদ



premium cement