সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
তিনি গর্তের মুখের খড়কুটো লাতাপাতা নিজ হাতে সরিয়ে দিলেন। তারপর তিনি সবাইকে বললেন, এই দেখো জমির মধ্যখানে ধনী লোকটি সবার অগোচরে একটি গর্ত করে তার ছেলেকে লুকিয়ে রেখেছিল। সবার চোখে ধুলো দিতে সে এই কৌশল নিয়েছিল মাত্র। কিন্তু তার সেই কৌশল ধোপে টিকল না।
এবার তিনি ধনী লোকটির আরো কাছে এগিয়ে এলেন। বলেন, তোমার ছেলেকে তুমি একটি সুঁচো-ইঁদুরের মতো গর্তের ভিতরে লুকিয়ে রেখেছ। চিরকাল সে সুঁচো-ইঁদুর হয়েই থাকবে। তার আর মানুষ হওয়ার সুযোগ নেই।
এই বলে গর্তের দিকে আঙুল তুলে তিনি ধনীর ছেলেকে বললেন, থাকো হে বৎস। তুমি যেখানে ছিলে সেখানেই থাকো। দিনের আলোয় মাটির গর্তই হবে তোমার ঠিকানা। আকাশে যখন সূর্য থাকবে না, যখন রাত নেমে আসবে, খাবার অন্বেষণে গর্ত থেকে বের হবে তুমি। পচা-বাসি খাবার খেয়েই কেটে যাবে তোমার জীবন। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা