২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

ছাপান্ন.
সারা রাত কোথায় ছিলি তুই? কার বাসায়?’
ভাগ্যিস রাফির কথাটা বলে ফেলেনি। সজীব তাড়াতাড়ি দুদিকে মাথা নাড়িয়ে বলল, ‘বাসায় না মা?’
‘তাহলে?’
‘কাবে ছিলাম।’ সজীব ভেবে চিন্তে উত্তর দেয়। ‘উদয়ন স্কুলের ছেলেরা আমাকে হায়ার করে নিয়ে গিয়েছিল। খেলা শেষে ওদের কাবে অনুষ্ঠান ছিল। তাই দেখতে দেখতে রাত হয়ে যায়। ওরাই ওদের সাথে কাবে থেকে যেতে বলে।’
‘তাই বলে আমাকে তো কারোর মোবাইল থেকে একটা ফোন করবি? এটুকু বুদ্ধিশুদ্ধি তোর মাথায় নেই। এদিকে আমি থানা পুলিশ স্কুল আত্মীয়স্বজন সব করে ফেলেছি। তোর বাবাও কাজ ফেলে চলে আসছেন।’
‘সরি মা। তুমি বাবাকে একটু ম্যানেজ করো। এখনই ফোন করে জানিয়ে দাও আমি চলে এসেছি।’ সজীব মাকে অনুরোধ করে।
‘ভালো কথা মনে করেছিস। এই কথাটা যদি তুই তখন মনে করতিস, তাহলে আর এত কিছু হতো না। রাতে কিছু খেয়েছিস।’
‘হু। ইয়াং বয়েজ কাব থেকে খাইয়েছিল। তুমি বাবাকে ফোন করে এসো। আর আমি কিন্তু খেয়ে দেয়ে স্কুলে যাবো। তুমি না করতে পারবে না।’
‘আজ আবার স্কুলে যাবি কি?’
‘কাজ আছে মা। স্যারেরাও টেনশন করবে, তাদের জানাতে হবে। স্কুল থেকে ব্যাগ নিয়ে আসতে হবে। না হলে তো পড়াশুনা করতে পারব না।’
(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল