ওয়া জাতি
- লোপাশ্রী আকন্দ
- ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
জানো, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস করে নানা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ। এগুলোরই একটি ওয়া। ওয়ারা ভা, আভা, পারাউক ও ‘বা বারাওগ’ নামেও পরিচিত।
ওয়া জনসংখ্যা প্রায় ১২ লাখ। প্রায় আট লাখ বাস করে মিয়ানমারে। বাকিদের বসবাস চীনে। উত্তর মিয়ানমারের শান রাজ্যের উত্তরাংশে এবং দেশটির কাচিন রাজ্যের পূর্বাংশে এ জাতির বসবাস। শান রাজ্যের উত্তর-পূর্বাংশেও অনেক ওয়া দেখা যায়। এ রাজ্যের পাংখাম ওয়াদের গুরুত্বপূর্ণ শহর।
ওয়া জাতি মিয়ানমারে সরকারিভাবে স্বীকৃত ১৩৫টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি। দেশটির মোট জনসংখ্যার ০.১৬ শতাংশ ওয়া। চীনের ওয়ারা বাস করে য়ুনান প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।
ওয়ারা কথা বলে ওয়া ভাষায়। এটি ভা নামেও পরিচিত। এ ভাষা অস্ট্রোএশিয়াটিক ভাষা পরিবারের মোন-খেমের গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ১৯৫৬ সালে চীনে ওয়াদের জন্য একটি লিখিত ভাষা তৈরি করা হয়েছিল। ওয়ারা চীনের সরকার স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি।
ওয়ারা সাধারণত বাস করে বাঁশের তৈরী ঘরে। এটি ওদের ঐতিহ্য। বর্তমানে এদের কেউ কেউ দালানেও বাস করে।
ওয়ারা কচি বাঁশের মূলের তরকারি ও ভাত খেতে পছন্দ করে।
ওয়া নারীদের ঘাগড়াজাতীয় এবং পুরুষদের লুঙ্গিজাতীয় পোশাক পরতে দেখা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা