টমেটোর গুণ
- ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
তোমরা টমেটো খাও, তাইনা? এটি শীতকালীন ফল এবং সবজি। আজকাল অবশ্য সারা বছরই পাওয়া যায়। পুষ্টিকর ও সুস্বাদু এ সবজির ঔষধি গুণও রয়েছে। দৈনিক আহারে টম্যাটো থাকা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
প্রতিদিন খাবারের সাথে একটি করে টমেটো খেলে ওজন বাড়ে। দুপুরের আহারের আগে এবং রাতে শোয়ার আগে একটি করে পাকা টমেটো খোসা-বীজসহ কয়েক দিন নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। ফ্যাকাসে চেহারার কেউ নিয়মিত পাকা টমেটো খেলে লাবণ্য বাড়ে। নারকেল তেলের সাথে টমেটোর রস মিশিয়ে মাথার চুলে লাগালে খুশকিতে উপকার পাওয়া যায়। পাকা টমেটোর রসে মধু মিশিয়ে খেলে রক্তপিত্ত ও রক্তের দোষ ভালো হয়।
শরীরের চুলকানি দূর করতেও টমেটোর ব্যবহার রয়েছে। এজন্য এক কাপ বিশুদ্ধ নারকেল তেলের সাথে আধা কাপ টমেটোর রস মিশিয়ে শরীরে মালিশ করতে হয় এবং কিছুক্ষণ পর হালকা গরম পানিতে গোসল করতে হয়। অর্জুনগাছের ছাল ও চিনি টমেটোর রসের সাথে মিশিয়ে অবলেহ (এক ধরনের জ্যাম) তৈরি করা যায়। এ অবলেহ নিয়মিত খেলে বুকের ব্যথায় উপকার পাওয়া যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা