২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)

হেঁটে হেঁটে ওই জ্যোতির্ময় পুরুষটি সবার সামনে এগিয়ে এলেন। এরপর সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, শুন হে এলাকার লোকেরা। এমন অন্যায় তোমরা মুখ বুঝে মেনে নিচ্ছ? বুকে তোমাদের সাহস নেই? চিত্তে সত্যের জোস নেই? এই ধনী লোকটি বড় মিথ্যাবাদী। বড় চতুর ও কপট সে। তার কথা কেউ বিশ্বাস করো না। সে একটা প্রতারক, মিথ্যুক। এই শস্যভরা সতেজ জমিটিই ওই গরিব লোকের। সে নিজে এই জমিতে লাঙ্গল চালিয়েছে, যব বুনেছে এবং গজিয়ে ওঠা যবের চারাগুলোর যতœ নিয়েছে। তোমরা কিছুক্ষণ আগে যে প্রভুর কণ্ঠ শুনেছ, সে আসলে কোনো প্রভু নয়।
এই দেখো তার প্রমাণ। তোমরা এসো আমার সাথে। এই বলে তিনি হেঁটে হেঁটে ধনীর পুত্রকে লুকিয়ে রাখা সেই গর্তের কাছে গেলেন। এর পর সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই দেখো, কে প্রভু সেজে কথা বলেছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement

সকল