সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ১১ ডিসেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
গরিব লোকের মুুখটি দুঃখ, বেদনা ও কাতরতায় মলিন হয়ে যায়। বিভ্রান্তি ও হতাশায় ভরে যায় তার মন। কী আর বলবে সে। স্বয়ং প্রভুর মুখের কথা কীভাবে সে প্রতিবাদ করবে? অন্য যারা সাক্ষী হতে এসেছিল তারাও বিস্ময়ে হতবাক। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সবাই। কেউ কোনো কথা বলছে না। সাহস করে প্রভুর কথার প্রতিবাদ করছে না কেউ। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ।
এমন সময় হঠাৎ একজন ভিড়
ঢেলে উদয় হলো সেখানে। জ্যোতির্ময় চেহারা তার। চোখ থেকে যেন তাজাল্লি ঠিকরে বের হচ্ছে। তিনি সবাইকে দু’পাশে ঠেলে পথ করে আরো সামনে এগিয়ে এলেন। তাকে উপস্থিত কেউ চেনে না। তিনি স্থানীয় কেউ নন। কেউ তাকে দেখেননি কোনো দিন। তিনি ুকভাবে এখানে এলেন সেটিও কেউ বলতে পারেন না।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা