কিউবান টোডি-২
- ১১ ডিসেম্বর ২০২২, ০০:০৫
ছোট্ট বন্ধুরা,
তোমরা ইতোমধ্যেই বুঝতে পেরেছ কিউবান টোডি দেখতে খুবই সুন্দর। বলতে পারো এ পাখি খায় কী? বেশির ভাগ সময় ছোট কীট খাবার হিসেবে গ্রহণ করে। তবে রুচি পরিবর্তনের জন্য শুঁয়োপোকা, মাকড়সা ও ছোট টিকটিকিও খায়। কখনোবা ফল খায়। তবে সেটা বিরল। কিউবান টোডি মাটিতে অথবা পচা গাছের গুঁড়িতে সুড়ঙ্গ খুঁড়ে বাসা তৈরি করে। সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় এক ফুট পর্যন্ত হয়। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি প্রকোষ্ঠ থাকে। একে ডিম প্রকোষ্ঠ বলা হয়। সুড়ঙ্গের দেয়ালে এবং ডিম প্রকোষ্ঠে শৈবাল, ঘাস, লাইকেন, ছোট পালক ইত্যাদি বিছিয়ে দেয়া হয়। স্ত্রী পাখিটি সাদা রঙের তিন থেকে চারটি ডিম পাড়ে। কিউবার দরিদ্র এলাকার লোকজন কিউবান টোডিকে খাওয়ার জন্য শিকার করে। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা