সুঁচো-ইঁদুরের ইতিকথা
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
গর্তে লুকিয়ে রাখা পুত্রকে সে আরো বলে, সকালে গরিব লোকটি তার সাক্ষী-সাবুদ নিয়ে আসবে। আমিও আসব। তবে আমি কোনো সাক্ষী নিয়ে আসব না। তুমি গর্তে তখনো লুকিয়ে থাকবে। সকালে আমি এসে সবার সামনে চিৎকার করে প্রভুকে ডাকব। ডেকে বলব, হে প্রভু, তোমার কাছে ফরিয়াদ। আমার এত সুন্দর জমিটি ওই গরিব লোকটি এসে দাবি করছে। তুমিই বলে দাও, এই জমিখণ্ডটি কার?
পুত্রকে সে আরো বলে, প্রভুর কাছে আমার এমন ফরিয়াদ তুমিও শুনতে পাবে হে পুত্র আমার। গর্তের ভেতর লুকিয়ে থেকে তুমি গুরুগম্ভীর ও উচ্চকণ্ঠে বলবে, এই জমি ধনী লোকটির। এই জমি ধনী লোকটির। এই জমি ধনী লোকটির। তিনবার বলবে তুমি। তারপর বলবে, ওই যে পাশের জমিটি পড়ে আছে, ওই জমিটি গরিব লোকের। ওটি গরিব লোকের। এরপর চুপ হয়ে যাবে তুমি। আর কোনো কথা বলবে না। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা