সুঁচো-ইঁদুরের ইতিকথা
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
গরিব লোকটি চোখের আড়াল হতেই আর দেরি করে না ধনী লোকটি। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে গেছে। রাত নেমে এসেছে। সে তার নিজের কয়েকজন তোষামোদি লোক জোগাড় করে ফেলে। সে তাদেরকে আদেশ দেয় ওই গরিব লোকটির জমির ঠিক মাঝখানে একটি গর্ত খুঁড়তে। এমন গর্ত যেখানে একজন মানুষ লুকিয়ে থাকতে পারে। মধ্যরাতের মধ্যে গর্ত খোঁড়া হয়ে যায়। এবার ধনী লোকটি তার ছেলেকে বলে, তুমি এই গর্তে ঢুকে লুকিয়ে থাকো। খবরদার, কেউ যেন তোমাকে দেখতে না পায়। বাবার কথা শুনে ধনীর ছেলে লাফ দিয়ে সেই খোঁড়া গর্তের ভেতর ঢুকে যায়। এবার গর্তের মুখটা আগাছা ও যবগাছ দিয়ে ঢেকে দেয় সে। এভাবেই ধনী লোকটি নিজের পুত্রকে মাটির ভেতরে আড়াল করে দেয়। এবার ধনী লোকটি বলে, শুনো হে পুত্র আমার, মন দিয়ে শুনো কথা। তোমাকে এই গর্তে লুকিয়ে রেখে চলে যাচ্ছি আমি। গর্তের মুখ খড়কুটো লতাপাতা ও যবগাছ দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছি। এখানে তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা