ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
একপঞ্চাশ
পুলিশ ইনস্পেকটার জসিমউদ্দিন রাত বিরাতের ফালতু অভিযানে বিরক্ত। তার আরো অনেক কাজ আছে। কিন্তু দলের নেতার আহবান উপেক্ষা করা যায় না। আর সেই আহ্বানেই ফোর্সকে সাথে নিয়ে তিনি স্কুলের ভুতুড়ে রুমে এসেছেন।
কাস রুম ৩৬৫র বাইরে থেকে তালা দেয়া। পুলিশ কর্মকর্তা তালার উপরে টর্চের আলো জ্বালালেন। বোঝা যায় কেউ তালাটা খুলে আবার লাগিয়েছে।
তিনি তালা খোলাখুলির ঝামেলায় গেলেন না। হাতুড়ির মতো ভারী জিনিস দিয়ে বাড়ি দিতেই পুরানো তালাটা আপোসে খুলে এলো।
দরজা খুলতেই ভক করে একটা পুরানো গন্ধ আর ধোঁয়ার ঝাপটা এসে লাগল নাকে মুখে।
খকখক করে কাশতে লাগলেন তিনি। তার পেছনে প্রিন্সিপাল আর নেতারও কাশি থেকে বাদ গেল না।
নেতা বিরক্ত স্বরে বললেন, ‘কি এক উড়ো ফোন শুনে রাত দুপুরে ডেকে এনেছেন। এরকম রুমে কেউ থাকতে পারে নাকি?’
নিচে সেলারের মতো জায়গায় বসে সজীব আর এক্সম্যানও খুকখুক করে উঠলেন।
তবে কেশে নয়, হেসে। এটা এক্সম্যানের কারসাজি। কেমিক্যালের মিশ্রণ দিয়ে এই কৃত্রিম ধোঁয়া তৈরি করেছেন। কাশতে কাশতে জান যাবে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা